অনেকেই ভাবছেন বিকাশের নতুন সেন্ড মানি সিস্টেম কিভাবে কাজ করে ও কিভাবে প্রিয় নাম্বার সেট করবেন। বিকাশের যেকোনো সেন্ডমানি ট্রানজিকশনে চার্জ যুক্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ তোলপাড়। কেউ কেউ বলছে সেন্ডমানি ফ্রি, আবার কেউ স্ক্রিনশট দেখাচ্ছে ১ টাকা সেন্ডমানিতে ৫টাকা চার্জ! এসব কিছু দেখে গভীর পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম অনেকেই জানেনা নতুন আপডেট এর প্রিয় নাম্বার সম্পর্কে।
তাই ছোট্ট করে বিকাশের নতুন আপডেট নিয়ে এই আর্টিকেল লিখা হলো।
আগে জানিয়ে নিই যেভাবে ৫টি প্রিয় নাম্বার সিলেক্ট করা যায়ঃ
প্রথমে বিকাশের সেন্ড মানি অপশনে যেতে হবে।
See favorite numbers’ অপশনে যেতে হবে।
তারপর নিচে ‘+Add’ অপশনে প্রেস করতে হবে।
আপনার প্রিয় নাম্বার ০১২XXXXXXXX দেয়ার পর পিন দিলেই সেট হয়ে যাবে।
কনফার্মমেশন হিসেবে আপনাকে দেখাবে স্টার মার্ক দিয়ে অ্যাপে নাম্বারটি সেট হয়েছে এবং একটি এসএমএস পাবেন যেখানে বলে দিবে নাম্বার অ্যাডেড সাকসেসফুল।
এই প্রসেসের মাধ্যমে সুবিধা যেটা পাবেন, তা হচ্ছে - যে সকল নাম্বারে নিয়মিত টাকা পাঠানো হয় সেখানে কোন চার্জ ছাড়াই লেনদেন সুবিধা পাচ্ছেন ২৫০০০ টাকা পর্যন্ত।
এখন সুবিধা- অসুবিধা নিয়ে একটা তুলনামূলক আলোচনায় যাওয়া যাকঃ
সুবিধা- ১
আগে ৫০০ টাকা কেউ ধার চাইলে ক্যাশআউট এর খরচ সহ ৫১০ দিতে গেলে ৫১৫ হয়ে যেত। এখন প্রিয় নাম্বারে এড করলে ৫টা সেভ।
অসুবিধা- ১
ধার চাওয়া নাম্বারটা প্রিয় নাম্বারে এড করব কেন? ওরে কি আমি প্রতিদিন ধার দিবো?
সুবিধা- ২
সচারচর সেন্ডমানি হয় এমন ৫টা নাম্বারে যেকোন এমাউন্টের টাকা যখন তখন ফ্রিতে আদান প্রদান হবে। অনেকাংশে কমে আসবে খরচ।
অসুবিধা- ২
অনেক সাধারণ মানুষের জন্য প্রিয় নাম্বার এড করাটা ঝামেলার, স্পেশালি যারা প্রান্তিক পর্যায়ের গ্রাহক।
সুবিধা- ৩
বউ এর নাম্বারটা প্রিয় নাম্বারে সেভ করে ফ্লেক্স করা যাবে, "দেখছো, তুমি আমার কত প্রিয়?"
অসুবিধা- ৩
একটু চালাক হইলে বউ আপনাকে ধরবে,
৫টাকা বাঁচানোর জন্য এই সুযোগ নিয়েছ, আবার ভ তে ভালোবাসা দেখাও? যাও ভাগো! ভ তে ভাগো!
=======
এছাড়াও অনেক ধরনের সুবিধা-অসুবিধা তৈরি হতে পারে, যেহেতু সিস্টেমটা নতুন। এর আগে বিকাশের অসংখ্য প্রমোশনাল অফার আমরা উপভোগ করেছি, এ্যাপের বিভিন্ন নতুন আপডেট এর সাথে অভ্যস্ত হয়েছি।
.
যদি নিরপেক্ষভাবে অতীতের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো; মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের লাইফ ইজি করতে অগ্রণী ভূমিকায় ছিল বিকাশ। কিন্তু একটা সময় মনে হচ্ছিল মনোপলি বিজনেস করছে তারা।
.
দীর্ঘদিন এভাবে কাটার পর আসে নগদ। "সরকারী" ট্যাগলাইন থাকলেও নগদ খুব একটা সুবিধা করতে পারেনি নতুনদিকে। এরপর ইউজার ফ্রেন্ডলি এ্যাপ, ইভ্যালিতে ২ হাজার টাকা ডিসকাউন্ট এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে কিছুটা এগিয়ে আসে নগদ।
.
কিন্তু বিকাশের এই স্টেপ দেখে নগদে পুরোপুরি শিফট হয়ে যাব ভেবেছি। তবে বাস্তবতা ভিন্ন! নগদে এখনও ডিলার পেতে বেশ সমস্যা হয়, পাইলেও বড় এমাউন্টের টাকা থাকেনা। সেই তুলনায় বিকাশ অনেকটা এগিয়ে আছে। তবে নগদ কাজ করলে এসব আস্তে আস্তে হয়ে যাবে আশা করা যায়।
.
বিকাশে যেসব জায়গায় চার্জ বেশি সেখানে কাট করেছে নগদ, এখানে তারা এগিয়ে আছে। তারমানে এই না যে, এভাবেই চলতে থাকবে। বিজ্ঞাপন কিংবা মার্কেট স্ট্র্যাটেজির ধাওয়া-পালটা ধাওয়া থাকবেই। এরমধ্যে গ্রাহকরা বিভিন্ন প্রমোশনাল অফার পাবেন, গ্রহণ করবেন। কোম্পানিও প্রতি বছর তাদের নতুন নতুন স্ট্র্যাটেজি ফলো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।
.
তাই দিনশেষে কথা একটাই,
ব তে বুঝে শুনে কোপ দিন, ন তে নুর্ভাই এর সালাম নিন