লালসালু উপন্যাস
সম্পর্কিত অনুধাবনমূলক প্রশ্ন
- মনে হয় যেনো খোদাতায়ালার বিশেষ দেশ
- শত অভাব থাকা সত্ত্বেও নোয়াখালী অঞ্চলে ধর্মীয় কাজে কোনো কার্পণ্য না করায় লেখক ব্যঙ্গ করে উক্তিটি করেছেন। - মজিদের খেলা সাংঘাতিক কেন?
- মজিদের ভন্ডামি যদি ধরা পড়ে যায়, তাই মজিদের এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে খেলাকে লেখক ভয়ংকর বলেছেন। - কুৎসা রটনা বড় গর্হিত কাজ কেন?
- কুৎসা মানুষের মান-মর্যাদার হানি ঘটায় তাই তা বড় গর্হিত কাজ। - মজিদ রহীমার প্রতি গুরুগম্ভীর হয়ে পড়ে কেন?
- রহিমাকে মজিদ ও মাজারের প্রতি ভয় সঞ্চার করতে মজিদ এমন করে। - সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে
- উপন্যাসে কোরআনের আয়াত পড়ার ঝঙ্কারের কথা বলা হয়েছে। - যে জিনিস বোঝার নয়, তার জন্য কৌতূহল প্রকাশ করা অর্থহীন কেন?
- আল্লাহর মহিমা সম্পর্কে সবার বোঝা সম্ভব নয় কথাটি বলা হয়েছে। - আল্লাহর ওপর এত ভরসা থাকা সত্ত্বেও মজিদের চোখে জ্বালাময়ী ছবি ভেসে ওঠে কেন?
- ভেতরের পশুবৃত্তি প্রকাশের ক্ষেত্রেই মজিদ বেগুনি শাড়ি পরা অস্পষ্ট নারীর (হাসুনির মা) উপর নজর পড়ে, সেক্ষেত্রে উক্তিটি করা হয়েছে। - মজিদের মন থম থম করে কেন?
- আউয়ালপুরের পীরের আগমনে সে সত্যি সত্যি ভয় পায়। - মজিদের ক্রোধ হয় কেন?
- আউয়ালপুরের পীরের আগমনে তার মাজার ব্যবসার ভবিষ্যতের কথা চিন্তা করে গ্রামবাসীর উপর তার ক্রোধ হয়। - আউয়ালপুরের পীর হামলা করতে চায় নি কেন?
- আউয়ালপুরের পীর সেখানে স্থায়ী নয়, তাই সে হামলা করতে চায় নি। - ধলা মিঞা আউয়ালপুরে যেতে চায় না কেন?
- আউয়ালপুর ও মহব্বতনগরে মাঝপথে দেবংশি তেঁতুল গাছের ভয় ও পীরের মার খাওয়ার ভয়ে ধলা মিঞা সেখানে যায় না। - সজ্ঞানে না জানলেও তারা একট্টা, পথ তাদের এক
- মহব্বত নগরের দুই শক্তিশালী লোক মজিদ ও খালেক ব্যাপারি সম্পর্কে লেখক কথাটি বলেছেন। - হাসুনির মার মন বেদনায় নীল হয়ে উঠে কেন?
- মজিদের মুখে কবরের আযাবের কথা শুনে হাসুনির মা এমন করে উঠে। - আমেনা বিবির মনে আশার সঞ্চার হলো কেন?
- মাজার প্রদক্ষিণের সময় আমেনা বিবির ভয় হলেও সন্তান প্রাপ্তির আশা তার মনে জাগ্রত হয়। - শুধু জীবন্ত হয়ে সেই ডালপালা শাখা-প্রশাখা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে
- উক্তিটি দ্বারা আমেনা বিবিকে তালাক দেওয়ার কথা মুখে মুখে জীবন্ত হয়ে প্রচারের কথা বলা হচ্ছে। - আর একটা সত্যের সীমানায় পৌছে, জন্ম বেদনার তীব্র যন্ত্রণা অনুভব করে মনে মনে
- ঝড়-বৃষ্টি শেষে সংজ্ঞাহীন জমিলাকে বিছানায় শুইয়ে দেওয়ার পর মজিদের মনে অনুশোচনায় এই প্রতিক্রিয়া সৃষ্টি হয়। - জমিলা বেঁকে বসে কেন?
- জমিলা যখন বুঝতে পারে তাকে মজিদ মাজারে নিয়ে যাবে, তখন সে বেঁকে বসে। - কবরটি মজিদকে ভীত করে তোলে কেন?
- মজিদ যে কবরটি দিয়ে দশ-বারো বছর ব্যবসা করছে, সে মানুষকে আসলে সে চিনে না। তাই মাজারের সালু উল্টে গেলে সে ভীত হয়ে পড়ে। - তাঁর জীবনে সৌখিনতা কিছু যদি থাকে তা এই কয়েকগজ রূপালি চাকচিক্য
- উক্ত লাইনে মাজারের প্রতি মজিদের মায়া-মমতা তুলে ধরা হয়েছে। - ফাল্গুনের দমকা হাওয়া মজিদের মনে ভাব জাগায় কেন?
- ফাল্গুনের হাওয়ায় ধুলো উড়তে দেখে মজিদের দেশের কথা, স্বজনের কথা মনে পড়ে। - ওটা ছিল নিশানা, আনন্দ আর সুখের
- উক্ত লাইনে স্বামীর বাড়ি যে আমেনা বিবির জন্য সুখের স্থান ছিলো, তাই তুলে ধরা হয়েছে। - এত বড় একটা দোষের কথা দোষিণীর আপন মুখ থেকে শুনেও চুপ করে আছে
- মজিদ বুড়োর বিচার করার পর বুড়োর সহনশীলতা ও অক্ষমতার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। - বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালোভাবে বুকে লাগে না
- উক্তিটিতে শিশু ও বৃদ্ধ বয়সে মৃত্যু শোকের তারতম্য তুলে ধরা হয়েছে। হাসুনির মায়ের মার মৃত্যু সম্পর্কে উক্তিটি করা হয়েছে। - দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে
- উক্তিটিতে শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়ার ব্যাকুলতা প্রকাশ করা হয়েছে। - শস্যের চেয়ে আগাছা বেশি, ধর্মের চেয়ে টুপি বেশি
- উক্তিটিতে বিরান অঞ্চলে জনবহুলতার তুলনায় যৎসামান্য শস্য উৎপাদন এবং ধর্মভীরু লোকের সংখ্যাধিক্য নির্দেশ করেছে। - মেয়েলোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ
- মহব্বতনগরে সমাজব্যবস্থায় মেয়েরা যে কতটা নিপীড়িত তা বোঝাতে উক্তিটি করা হয়েছে। - বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ
- প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা মানুষের কাছে বিশ্বাস ছাড়া আর কিছুই নেই। - তাগো কথা হুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়েমানুষের অধম হয়
- খালেক ব্যাপারির পৌরুষে আঘাত করার জন্য মজিদ উক্তিটি করেছেন। - এমন বেকুবির কথা কেউ কখনো শুনেছ?
- মহব্বত নগরে আক্কাস মিয়ার স্কুল প্রতিষ্ঠার প্রেক্ষিতে উক্তিটি করা হয়েছে। - প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে কেন?
- পুরুষত্বের প্রতি অপমান করায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে বুড়ো তার মেয়েকে মারে।
নাটক
সম্পর্কিত অনুধাবনমূলক প্রশ্ন
- দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়
- উক্তিটিতে উমিচাঁদের অর্থলোভী মনোভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে। - নবাব সিরাজউদ্দৌলা নিজেকে শ্রেষ্ঠ বীর বলে আখ্যায়িত করার কারণ
- তিনি নবাব আলিবর্দি খাঁর সাথে থেকে বিভিনড়ব যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করায় নিজেকে শ্রেষ্ঠ বীর বলেছেন। - ক্লাইভ উমিচাঁদকে যুগের সেরা বিশ্বাসঘাতক বলার কারণ
- উমিচাঁদ অর্থের মোহে অন্ধ হয়ে যেকোনো দলে যোগ দিতে পারে বলে ক্লাইভ উমিচাঁদকে যুগের সেরা বিশ্বাসঘাতক বলেছে। - আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে
- নবাবের বিরুদ্ধে চুক্তি স্বাক্ষরিত হলে নবাব বিরোধীদের অনুপ্রাণিত করার জন্য ক্লাইভ উক্তিটি করেছে। - এখন আপনাকে শক্ত হতে হবে
- সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাজধানীতে আনার ব্যাপারে মির জাফরকে দ্বিধাগ্রস্ত দেখে ক্লাইভ উক্তিটি করেছে। - আরে বাপরে, একেবারে কাল কেউটে
- উমিচাঁদের অর্থলোভে তাজ্জব হয়ে মির জাফর উক্তিটি করেছে। - আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়
- উক্তিটি দ্বারা ক্লাইভ মির জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতামূলক স্বভাবকে বুঝিয়েছে। - কেউ নেই, কেউ আমার সঙ্গে দাঁড়াল না লুৎফা
- আপদকালে বিপনড়ব ও পরাজিত নবাবের কাছে কেউ না দাঁড়ালে হঠাৎ প্রকাশ্য দরবারে লুৎফার আসে। তখন নবাব হতাশ, বিহ্বল ও নিঃসঙ্গ অবস্থায় উক্তিটি করেছেন। - সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যূত করতে পারলে ঘসেটি বেগম খুশি হবেন কেন
- প্রতিহিংসার কারণে ঘসেটি বেগম সিরাজের ক্ষমতাচ্যূতি ঘটলে খুশি হবেন। - তুমিও আমার বিচার করতে বসলে
- নানা ষড়যন্ত্রে শিকার সিরাজউদ্দৌলা যখন তাঁর বিশ্বাসের শেষ আশ্রয় সহধর্মিনী লুৎফার কাছে আসে তখন স্ত্রীর অনুযোগের উত্তর দিতে গিয়ে বিপর্যস্ত নবাব উক্তিটি করেছেন। - ফরাসি সেনাপতি নবাবের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করার কারণ
- প্রতিপক্ষ ইংরেজদের ঘায়েল করে ব্যবসা জগতে তাদের আধিপত্য বিস্তারের জন্য ফরাসি সেনাপতি সাঁফ্রে নবাবের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। - নবাবের প্রতি ক্লাইভের ভয় না থাকার কারণ
- ক্লাইভ জানেন নবাবের পরিষদবর্গের বিশ্বাসঘাতকতার কারণে নবাব শক্তিশূন্য ও নিঃস্ব, তাই ক্লাইভ নবাবকে ভয় পায় না। - মির জাফর ক্লাইভের হাত ধরে বাংলার মসনদে বসেছিল
- ক্লাইভের প্রতি আনুগত্য দেখাতে মির জাফর তার হাত ধরে বাংলার মসনদে বসেছিল। - ইনি কি নবাব না ফকির
- ক্লাইভ দরবারে প্রবেশ করে নতুন নবাব মির জাফরকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হন এবং ব্যঙ্গ করে উক্তিটি করেন। - আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল। মাঝে মাঝে ভেবেছি, এই বাধা যদি দূর হয়ে যেত
- উক্তিটি দ্বারা রাজত্ব পরিচালনায় সিরাজের চরম প্রতিকূলতা ও লুৎফার প্রতি নবাবের তীব্র ভালোবাসা প্রকাশ পেয়েছে। - মিরন সিরাজকে মোহাম্মদি বেগকে দিয়ে হত্যা করানোর কারণ
- মিরন সিরাজের পতড়বী লুৎফুনিড়বসাকে পাওয়ার জন্য মোহাম্মদি বেগকে দিয়ে সিরাজকে হত্যা করিয়েছিল। - কিন্ত আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না যে, ওরা ইংরেজদের বিরুদ্ধে লড়বে
- মির জাফর ও তার সহযোগিদের উপর অবিশ্বাসস্বরূপ সিরাজ উক্তিটি করেছেন। - ওরা বেনিয়ার জাত। পয়সা ছাড়া কিছু বোঝে না
- ইংরেজদের স্বার্থান্বেষী বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে রাজবল্লভ মির জাফরের কাছে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। - লোকবল বাড়ুক আর না বাড়ুক, আহার্যের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক
- নবাব কর্তৃক তাড়া খেয়ে ভাগীরথী নদীর উপর ভাসমান জাহাজে বসে নিজেদেরে চরম দুরবস্থা প্রসঙ্গে মার্টিন ও ড্রেককে উদ্দেশ্য করে হ্যারি উক্তিটি করেছে। - আগ্নেয়গিরির মত প্রচন্ড গর্জন ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছি
- নবাবের উপর ক্ষিপ্ত হয়ে মির জাফর আলোচ্য উক্তিটি করেছে। - বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? আমি তার কৈফিয়ত চাই
- উক্তিটি দ্বারা সিরাজউদ্দৌলার দেশপ্রেম ও তাঁর বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরা হয়েছে। - রাইসুল জুহালা শিল্পীর ছদ্মবেশে ঘসেটি বেগমের বাড়ি উপস্থিত হয়েছিল
- রাইসুল জুহালা সংবাদ সংগ্রহের জন্য শিল্পীর ছদ্মবেশ ধরে ঘসেটি বেগমের বাড়িতে গিয়েছিলেন। - কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে সিরাজ অভিযুক্ত করার কারণ
- সিরাজ কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে প্রজাদের প্রতি নিষ্ঠুর আচরণ ও দরবারে গুপ্তচরবৃত্তির কারণে অভিযুক্ত করে। - আশা করি নবাব আমাদের উপর জুলুম করবেন না
- নবাব হলওয়েলকে তার কৃতকর্মের উপযুক্ত প্রতিফল দেবার জন্য তৈরি হতে বললে কাতর স্বরে হলওয়েল উক্তিটি করেছেন। - গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে
- দেশপ্রেমিক রাইসুল জুহালার কাছে জীবনের চেয়ে দেশ বড়, তাই দেশের স্বাধীনতা রক্ষার্থে মৃত্যুর সময় উক্ত মন্তব্যটি করেছেন। - সিরাজ আমার কেউ নয়
- লুৎফুন্নিসার কক্ষে নবাবের খালা ঘসেটি বেগম প্রন্ড আক্রোশ, বিদ্বেষ ও প্রতিশোধপরায়ন হয়ে সিরাজের মা ও স্ত্রীর সামনে উক্তিটি করেছেন। - আমার শেষ যুদ্ধ পলাশীতেই
- নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবের উদ্দেশ্য উক্তিটি করেছেন। - মুর্শিদাবাদের ভীতসন্ত্রস্ত নাগরিকরা পালানোর কারণ
- পলাশীতে নবাবের পরাজয়ের সংবাদ ও পরবর্তীয় সময়ে মোহনলালে ধরা পড়ার সংবাদ রাজধানীতে পৌঁছে যাওয়ার সাথে সাথেই মুর্শিদাবাদের নাগরিকরা ভয়ে পালাতে শুরু করে।
Tags:
Education