The Story of Marvel Thanos (History) in Bengali

Thanos কে আমরা সবাই চিনি কিন্তু তার কমিক স্টোরি নিয়ে অনেকেরই অজানা, যারা আমার মতো কমিক পরেন তারা তো সবাই জানে কিন্তু যারা জানেন না তাদের জন্যই আজকের এই পোস্ট। 


Avengers Infinity War movie তে Thanos এর যে অরিজিন দেখানো হয়েছিলো সেটা comic থেকে একদম আলাদা কারন comic এ thanos এর অরিজিন অনেক dark যা বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। যাই হোক চলুন কমিকের thanos কে জেনে আসি। 


Origin of THANOS 👇🏻

Thanos এর প্রথম এ্যাপেয়ারেন্স হয় ১৯৭৩ সালে আসা কমিক The invisible Iron Man এর ইস্যু নাম্বার ৫৫ তে। জি হ্যা এটাই কারন Endgame এ thanos কে iron man এর হাতেই বিলুপ্ত করে দেয়া হয়েছে। যেখান থেকে জন্ম সেখানেই শেষ ব্যাপার টা এমন আর কি। যাই হোক Thanos জন্মগ্রহণ করেছিলো Saturn planet এর moon Titan এ। Titan এ তখন Eternals এর প্রজাতিরা titan এর সাধারণ সিভিলিয়ানস দের মধ্যেই নিজেদের আইডেন্টিটি লুকিয়ে বসবাস করতো। Thanos Titan এর মহান scientist A'lars এর পুত্র। A'lars ও একজন Eternals ছিলো এবং thanos এর মা Sui-San সেও একজন eternals ছিলো। যাই হোক এবার বুঝতেই পারছেন Thanos ও একজন eternal। Thanos যখন জন্ম নেয় তখন তার ভিন্ন রুপের জন্য ডাক্তাররাও ভয় পেয়ে যায়, এরপর যখন A'Lars তার পুত্র কে দেখে তখন সে অনেক খুশি হয় এবং " এটা আমারই সন্তান, আমার শক্তিশালী পুত্র "। এরপর যখন Sui-San তার পুত্র কে দেখে তখনই পাশে ফল কাটার ছুড়ি দিয়ে Thanos কে মেরে ফেলতে চায়। কিন্তু A'lars তাকে বাধা দিয়ে দেয়, তখন Sui-San বলে " একে মেরে ফেলো না হলে এ ভবিষ্যতে এই বাচ্চা আমাদের সবাইকে মেরে ফেলবে, ও একটি monster "। এরপর A'lars ডাক্তার কে ডেকে Sui-San কে ঘুমের injection দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু Thanos কে মারার আপ্রান চেষ্টা করার জন্য A'lars Sui-San কে পাগলাগারদে পাঠিয়ে দেয়। এখানে বলে রাখা ভালো Thanos যখন জন্মগ্রহণ করেছিলো তখন তার শরীরে Deviant Gene ও ছিলো আর এই কারনেই Thanos Deviants দের মতো দেখতে হয়েছিলো আর এই কারনেই Thanos কে Half Eternal & Half deviant বলা হয়ে থাকে। 

যাই হোক Deviant Gene থাকায় thanos অন্যান্য বাচ্চাদের মতো ছিলো না, সে ৬ মাস বয়সেই হাটা শুরু করেছিলো এবং ১ বছর বয়সেই কথা বলা শুরু করেছিলো। এরপর Thanos আস্তে আস্তে বড় হতে থাকে এরপর তাকে একটি স্কুলে admit করিয়ে দেওয়া হয় তার ভাইয়ের সাথে। Thanos এর আরেকটি ভাই ছিলো যার নাম ছিলো Eron যে ছিলো Thanos এর পুরোপুরি বিপরীত মানে eron পুরোপুরি eternal ছিলো এবং তাকে দেখতে মানুষের মতই ছিলো eternal দের মতো। Eron কে Eros নামেও জানা হয়ে থাকে আর eternal মুভিতে যে eros কে দেখেছিলেন এটাই সেই eros। যাই হোক, Thanos অন্য বাচ্চাদের থেকে আলাদা হওয়াতে অন্য কোন বাচ্চা তার সাথে কথা বলতো না যার ফলে সে শুধু তার ভাই eros এবং তার পোষা পেট দের সাথেই সময় কাটাতো। একদিন একটি মাঠে কিছু বাচ্চা খেলা করছিলো আর Thanos এক জায়গায় বসে তাদের খেলা দেখছিলো এবং Painting করছিলো। কিছুক্ষন পর তার কাছে একটা বাচ্চা এসে জিজ্ঞাসা করে সে কি A'lars এর পুত্র thanos কিনা এবং সে এখানে একা বসে বসে কি করছে। তখন Thanos উত্তরে বলে সে painting করছে। এরপর সেই বাচ্চা তাকে বলে খেলা করতে চায় কিনা আর করতে চাইলে তার সাথে যেতে পারে। এরপরেই প্রথমবারের মতো Thanos এর কিছু বন্ধু হয়েছিলো এবং সে অনেক খুশি হয়েছিলো। খেলাধুলা শেষ করার পর সে তার বাবা A'lars এর ল্যাবে যায় এবং তার বাবাকে জিজ্ঞাসা করে সে অন্য বাচ্চাদের থেকে দেখতে আলাদা কেনো? তখন A'lars thanos কে ব্যস্ত আছি বলে পরে আসতে বলে। Thanos এটা শুনে চলে যায়, এরোকম অনেক দিন ধরে জানতে চাওয়ার পর ও তার বাবা উত্তর না দিয়ে কথা এড়িয়ে যায়। এরপর Thanos তার মায়ের সাথে দেখা করতে পাগলাগারদে যায়, সেখানে গিয়ে তার মা Sui-san এর সাথে দেখা করার পর Thanos তার মাকে বলেযে "মা আমি প্রতিদিন একটি স্বপ্ন দেখি যে আমি যখন খুব ছোট কেউ একজন আমাকে ছুড়ি দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলো, এরপর আমি বড় হয়ে সেই ছুড়ি দিয়ে সেই ব্যক্তিকেই মেরে ফেলি যে আমাকে মারতে চেয়েছিলো " এই স্বপ্ন থেকে বাচার উপায় আমি বের করে ফেলেছি, আমি এখন ঘুমানোই ছেড়ে দিয়েছি যেনো এই স্বপ্ন আর দেখতে না হয় "। এসব কিছু শোনার পর Sui-San উত্তরে কিছুই বলে না আর তাই thanos সেখান থেকে চলে আসে। 

এর কিছুদিন পর Thanos যে স্কুলে পরতো সেখানে mysterious একটি মেয়ে admit হয়। একদিন স্কুলের Professor ল্যাবে একটি প্রানিকে মেরে তার অর্গানের উপর research করার জন্য thanos কে বলে কিন্তু thanos এতোটাই সরল মনের ছিলো যে সে প্রানীটিকে না মেরে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তার কাছে সেই mysterious মেয়েটি আসে এবং তাকে বুঝায় যে প্রথম প্রথম এরোকম সবার সাথেই হয়, আমার সাথেও হয়েছিলো আর যখন আমার সাথে এমন হয়েছিলো তখন আমি একটি নির্জন গুহাতে সময় কাটাতে যেতাম। এরপর মেয়েটি thanos কে সেই গুহাটি দেখানে নিয়ে যায়, Thanos সাথে করে তার বন্ধুদের ও নিয়ে গিয়েছিলো। কিন্তু যখন thanos রা সবাই মিলে গুহাতে ডুকে তখনই একটা ভুমিকম্প হয়ে thanos তার বন্ধুদের থেকে আলাদা হয়ে সেই গুহাতেই আটকে পরে। প্রায় ৩ দিন চেষ্টা করে অবশেষে সে গুহা থেকে বেরোতে সক্ষম হয় আর তার বন্ধুদের যখন খুজতে থাকে তখন সে বেরিয়ে দেখে সেই গুহাতে থাকা বড় বড় কিছু লিজার্ড তার বন্ধুদের খেয়ে ফেলেছে। এদিকে Thanos রা গায়েব ছিলো আর হঠাৎ ৩ দিন পর thanos ফেরত এলেও তার বন্ধুরা ফেরত না আসায় সবাই বলাবলি করছিলো যে সেই বন্ধুদের thanos ই মেরে খেয়ে ফেলেছে, thanos আস্তে আস্তে তার monster রুপ ধারন করছে। এসব কিছু thanos সহ্য করতে না পেরে একা একটি জায়গায় বসে থাকে আর তখনই সেখানে সেই mysterious মেয়েটি আবার thanos এর কাছে আসে এবং Thanos কে বলে যে "তোমার কি সেই প্রানীদের উপর রাগ হচ্ছে না যারা তোমার বন্ধুদের মেরেছে আর সব দোষ তোমার উপর দিচ্ছে? তোমার কি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই তোমার বন্ধুদের হত্যাকারীর? যদি ইচ্ছা থাকে তাহলে যাও সেই প্রানীগুলোকে নিজ হাতে মেরে ফেলো"। এসব শুনে thanos একটি ছুড়ি নিয়ে সেই গুহাতে গিয়ে সকল লিজার্ডদের মেরে ফেলে।

এরপর thanos সিদ্ধান্ত নেয় সে নিজেই তার আসল পরিচয় বের করবে যে কেনো সে সবার থেকে আলাদা। আর এটা করার জন্য সে একটি নতুন ল্যাব বানিয়ে নেয় সবার থেকে লুকিয়ে। আর সেই ল্যাবে সে বিভিন্ন প্রানীদের ধরে ধরে তাদের জীবিত অবস্থায় পেট কেটে কেটে সেই প্রানীদের heart বের করে dna test করতে থাকে নিজের সাথে কোন প্রানীর মিল পায় কিনা তা যাচাই করতে। কিন্তু শত শত প্রানীকে মর্মান্তিকভাবে মেরে ফেলার পর ও সে তার উত্তর খুজে পায় না। এরকিছুদিন পর সেই mysterious মেয়েটি এসে তাকে বলে যে " হয়তো সে ভুল প্রানীর উপর research করছে " এটা শোনার পর thanos হঠাৎ খেয়াল করে তার ল্যাবের পাশেই একটি কাপল হেটে যাচ্ছে। Thanos এরপর সেই কাপল কে ধরে নিজের ল্যাবে এনে বন্ধি বানিয়ে নেয় এবং সেই mysterious মেয়ের কথায় এই কাপল দের ও সেও প্রানীদের মতো মর্মান্তিকভাবে মেরে ফেলে এবং dna test করায় কিন্তু এতেও সে উত্তর খুজে পায় না। thanos মনে করে সে নিজেও একজন তার বাবার মতো scientist আর এসব তার research কিন্তু তার খেয়ালই ছিলোনা যে সে অনেক খুন করে ফেলছে। এদিকে সেই কাপলটা মিসিং হবার পর সবাই বুঝে গেছিলো যে এটা একটা murder case। আর এটাই প্রথম murder ছিলো titan moon planet এর। এরপর titan এর কিছু সিভিলিয়ানস A'lars এর কাছে গিয়ে বলেছিলো যে ২জন মানুষ মিসিং এবং তাদের murder হয়েছে, কিন্তু A'lars বলে "Titan এ কখনো murder ই হয় নাই এখানের মানুষতো জানেই না যে মৃত্যু কি জিনিস "। কিন্তু কেউ বুঝতে না পারলেও Thanos এর মা Sui-San বুঝে গিয়েছিলো যে এসব খুন আর কেউ নয় বরং thanos ই করছিলো।

এরপর Sui-San thanos এর জন্মের পর প্রথম বারের মতো পাগলাগারদ থেকে বাসায় আসে এবং thanos এর সাথে কথা বলে আর বলে " আমি জানি তুমি কি আর এখানে যাই হচ্ছে সবই তুমি করছো " এটা শুনে thanos বলে " তুমি জানো না আমি কি আর আমি নিজেই জানিনা আমি কে "। এরপর thanos বুঝতে পারে যে সে যা করছে সবই বৃথা এতে কোন লাব হচ্ছেনা আর প্রথমবারের মতো সে নিজের হাতে করা সব খুনের জন্য guilty feel করতে থাকে। এরপর সে তার ল্যাবে যায় এবং মৃত dead body গুলা মাঠিতে পুতে ফেলতে একটি গর্ত করতে শুরু করে। তখনই সেখানে আবার সেই mysterious মেয়েটি এসে জিজ্ঞাসা করে সে এসব কি করছে। তখন thanos বলে " আমি সব dead body পুতে ফেলছি, আর এসব আমি আর করবো না, আজ থেকে আমি ভালো হয়ে যাবো "। এরপর mysterious মেয়েটি বলে " কেনো এসব করে কি মজা পাওনাই একটুও? " এটা শুনে thanos রে গিয়ে বলে " তোমার সাহস কিভাবে হলো যে এটার বলার, আমি এসব করেছি শুধু মাত্র উত্তর খোজার জন্য, আমি একজন scientist কোন murderer না, আর আমি এসব dead body পুতে ফেলার পর সব এখানেই শেষ করে দিবো"। এরপর mysterious মেয়েটি চলে যায়। ২ সপ্তাহ পর thanos আবার সেই জায়গায় আসে এবং সেখানে mysterious মেয়েটিকেও আসতে বলে। যখন মেয়েটি আসে তখন Thanos মেয়েটিকে বলে "তুমি ঠিকই বলেছিলে, আমার এসব করতে মজাই লেগেছিলো, আমার মানুষদের খুন করতে ভালো লাগছিলো "। এরপর সেই মেয়েটি বলে " তোমার কিছু নিয়ে আফসোস করার প্রয়োজন নেই, বিশেষ করে তুমি যেমন তেমনই খুশি থাকো আফসোস এর দরকার নেই"। এটা শুনার পর thanos অনেক খুশি হয়ে যায় এবং বলে " তুমি অনেক ভালো, শুধু তুমিই আমাকে বুঝো " এটা বলে সে মেয়েটিয়ে জড়িয়ে ধরে প্রপোজ করে দিয়েছিলো, আর তখনই মেয়েটি Thanos কে ধাক্কা দিয়ে অনেক জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে " ভালোবাসা কোন বাচ্চা বা ভীতুদের জন্য নয়, তুমি একজন ভীতু যে নিজের ছায়া থেকেই ভয়ে পালাতে থাকে। তখন thanos বলে " না আমি ভীতু না"। তখন মেয়েটি বলে " তুমি নিজেই জানোনা তুমি কে এবং তুমি কে সেটা জানার ও ইচ্ছা নেই তোমার, তাই যতগুলা dead body বেচে আছে সব পুতে ফেলো এবং এখান থেকে চলে যাও "। এটা বলে মেয়েটি চলে যায় আর thanos এতে খুব রেগে যায় এবং মনে মনে প্রতিজ্ঞা করে সে নিজেকে সাহসী প্রমান করে দেখাবে। 

এরপর thanos একজন কে তার ল্যাবে আটকিয়ে তাকে কিছু কথা বলতে শুরু করে "আমি এতোদিন ধরে অনেক প্রানীকে মেরেছি, অনেক মানুষকেও মেরেছি শুধু মাত্র আমি কে সেটা জানার জন্য কিন্তু এতোকিছু করার পর ও আমি আজ অব্দি জানতে পারলাম না কে আমি, আর ছোট বেলা থেকেই আমি সবাইকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু আমাকে কেউই ভালোবাসেনি আর সবাই আমাকে দূরে দূরে রেখেছে, আমি এখন একদম একা কেউ আমার সাথে নেই আর তাই আজ আমি একজন monster এ পরিনত হয়েছি আর এখন আমি আর খুন করাতে কোন আফসোস করিনা কারন এতে আমার একাকিত্ব দূর হয় "। এটা বলার পর thanos একটি ছুড়ি নিয়ে সেই আটকে রাখা ব্যাক্তিকে মারতে অগ্রসর হয় আর এটা আর কেউ নয় বরং Thanos এর নিজের মা Sui-San ছিলো। নিজের মা কে মারার আগে thanos বলে " আমাকে ক্ষমা করে দিও মা কারন আমি যে উত্তর খুজছি সেটা তোমার মধ্যে আছে "। এটা বলে thanos সেই ছুড়ি দিয়ে তার নিজেরই মা কে মর্মান্তিকভাবে খুন করে ফেলে। কিন্তু এতেও সে তার উত্তর খুজে পায় না। আর উত্তর না পাওয়ায় সে তার মায়ের dead body এর সামনে Sorry বলতে থাকে, Sorry এটার জন্য বলেনি যে সে তার মাকে মেরে ফেলেছে, Sorry এটার জন্য বলেছে যে তার মা তাকে মারে নি কেনো "। 

নিজের মা কে খুন করার পর thanos সেই mysterious মেয়ের সাথে দেখা করে এবং বলে "দেখেছো আমি ভীতু না, আমি আমার নিজের মা কেই মেরে ফেলেছি শুধু মাত্র আমি কে সেই উত্তর জানার জন্য "। এরপর সেই mysterious মেয়েটি তার আসল রুপ thanos কে দেখিয়ে দেয়। মেয়েটি আর কেউ নয় বরং Death ছিলো। নিজের আসল রুপ দেখানোর পর Death বলে " কি হলো thanos এখন আর আমাকে সুন্দর লাগছে না, এখন আর আমাকে ভালোবাসবে না "। Thanos তার আসল রুপ দেখে অনেক অবাক হয়ে যায় কিন্তু তারপর ও সে বলে " আমার কিছু আসে যায় না তুমি কে আর কি আমি শুধু তোমাকেই ভালোবাসি "। এটা শুনার পর Death বলে " মুখে বললে আমি বিশ্বাস করবো না আমাকে প্রমান করো যে তুমি আমাকে ভালোবাসো আর যদি তুমি universe এর অর্ধেক মানুষকে আমার জন্য মেরে ফেলতে পারো তাহলেই আমি বিশ্বাস করবো তুমি আমাকে ভালোবাসো "। এরপর থেকেই Death কে খুশি করার জন্য thanos বিভিন্ন planet এ গিয়ে গিয়ে সেখানের অর্ধেক সিভিলিয়ানস কে মারতে শুরু করে। হাজার হাজার murder করার পর সে তার নিজের titan planet এ ফেরত আসে আর নিজের planet কেই পুরোপুরি শেষ করে দেয়। এতে নিজের planet এর সিভিলিয়ানস দের মারার সময় তার নিজের ভাই eros Thanos এর বিরুদ্ধে লড়াই করে কিন্তু thanos বেশি পাওয়ারফুল হওয়ায় সে Eros তাকে আটকাতে পারেনি কিন্তু thanos তার নিজের ভাইয়ের কোন ক্ষতি করেনা বরং মারধর করে ছেড়ে দেয়। আর এরপর থেকেই Thanos এর নামকরন হয় Mad Titan এরপর thanos খবর পায় যে Infinity Stones নামের কিছু stones আছে যা দিয়ে কোন ফাইট করা ছাড়াই universe এর half civilians কে মেরে ফেলা যাবে,, যেই কথা সেই কাজ এরপর থেকেই Thanos নেমে পরে Infinity Stones collect করা এবং তার ধ্বংস লীলা চালিয়ে যাওয়া।  


পাওয়ার & এ্যাভিলিটি 👇🏻

half Eternal হওয়াতে thanos এর মধ্যে একজন eternal এর সব পাওয়ার বিদ্যমান যেমন high intelligence, Superhuman Speed, Superman Stamina, Strength, Agility & Reflexes & importantly near immortality। Half Deviant হওয়ায় deviants এর মধ্যে থাকা সব পাওয়ার Thanos এর আছে যেমন Enhanced Durability, Enhanced Stamina, Enhanced Strength & most importantly Absorption of Cosmic energy মানে Thanos যেকোন cosmic energy কে নিজের মধ্যে absorp করে নিতে পারে। আর এটাই একমাত্র কারন সে Infinity Gauntlet কে সহ্য করতে পারার যা Hulk সহজে করতে পারেনি ফলে তার একটি হাত damage হয়ে গিয়েছে, আর আমাদের সবার প্রিয় Iron Man তো এর পাওয়ারের কারনে মারাই গেলো। অনেকেই আছে যারা মনে করে যে thanos এর Infinity Gauntlet না থাকলে সহজেই তাকে হারানো যাবে কারন তার পাওয়ার শুধু Infinity Stones । আপনারা এখন আশা করি ক্লিয়ার হয়েছেন যে Infinity Stones ছাড়াও Thanos অনেক পাওয়ারফুল, আরে ভাই যার ভিতর eternal & deviant 2 টা gene ই বিদ্যমান সে কিভাবে পাওয়ারলেস হয় ভাবুন। এছাড়াও এটাতো thanos এর base form, Thanos এর কারেকটা form আছে যেটাকে Heart of the universe Thanos বলা হয়ে থাকে। অইটার পাওয়ার লেভেল তো বিয়ন্ড লেভেলে পৌছে গেছে। 

এবার আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, অনেকেই প্রশ্ন করেন যে thanos কে কি আর দেখা যাবে ভবিষ্যতের কোন ফিল্মে?  

জি হ্যা দেখা যেতে পারে যদি mcu চায়, কারন Thanos কিন্তু মারা যায়নি, সে শুধু iron man এর blip এর কারনে বিলুপ্ত হয়ে গিয়েছে শুধু। তো mcu যদি চায় thanos আবার ব্যাক করতেই পারে। আর তাছাড়া according to strong source ( Mytimetoshinehello ) Josh Brolin নাকি mcu তে thanos হিসেবে আবার ব্যাক করবে শুধু তা নয় সে cable হিসেবেও নাকি ব্যাক করবে। 

Thanos কে সবাই চিনে তাই চিন্তা করলাম একটু বড় করে লিখি। তো এটাই ছিলো thanos এর হিস্টোরি।

Post a Comment

Previous Post Next Post