ইন্টারসেক্স কী?

আমাদের প্রত্যেকের একটা লিঙ্গভিত্তিক (sex) পরিচয় আছে। নারী অথবা পুরুষ। কিন্তু এমন কিছু লোক আছে যারা আসলে নারীও না আবার পুরুষও না। তাঁরা উভয়ের সংমিশ্রণ বা মধ্যবর্তী অবস্থা। এদের সাধারণত আমরা 'হিজড়া' বলে ডাকি। ইংরেজিতে যাদের বলে Intersex people. 

ইন্টারসেক্স কী?

এটা কোনো সেক্সুয়াল অরিয়েন্টেশন না বরং সেক্সুয়াল এবং রিপ্রডাক্টিভ অ্যানাটমি অনুযায়ী শারীরিক গঠনের প্রকারভেদ। 


আপনি কি কাউকে দেখেই বলে দিতে পারেন সে intersex কি না?

না, সবক্ষেত্রে পারবেন না। অনেকের ক্ষেত্রে জম্মের সময় চিহ্নিত করা যায়, কিছু ক্ষেত্রে বয়ঃসন্ধি থেকে স্পষ্ট হয়। 

কিছু মানুষের এক্সটার্নাল অর্গান দেখে বলতে পারবেন সে ইন্টারসেক্স কি না কিন্তু সবক্ষেত্রে সম্ভব না।


Intersex কয়েক ধরনের হতে পারে :


১. কিছু Intersex দের এমন যৌনাঙ্গ থাকে যা আসলে নারী-পুরুষের যৌনাঙ্গের সাথে পুরোপুরি মিলে না। কিছুটা পার্থক্য থাকে।


২. কিছু ক্ষেত্রে, তাদের শরীরে নারী-পুরুষ উভয়েরই বৈশিষ্ট্য থাকে ( অভ্যন্তরীণ)। যেমন শরীরে Testicular এবং Ovarian দুটি টিস্যু উপস্থিত থাকা।


৩. ক্রোমোজমে পার্থক্য। পুরুষের সেক্স ক্রোমোজম XY, নারীর XX। কিন্তু Intersex মানুষদের ক্ষেত্রে তা XXY থাকবে।


৪. ভিতরে বাহিরে পার্থক্য! কারো হয়তো Penis আছে কিন্তু অভ্যন্তরীণ সেক্স এবং রিপ্রডাক্টিভ অ্যানাটমি নারীদের মতো। উল্টোটাও হতে পারে এবং দেখতে ছেলে অথচ হরমোন মেয়েদের অথবা দেখতে মেয়ে কিন্তু হরমোন ছেলেদের এরকমও হতে পারে। 

_______


চিকিৎসার মাধ্যমে কেউ ভালো (!) হতে পারে? 


প্রথমত, এটা শারীরিক ত্রুটি না। তাই চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার ব্যাপারটা কিছুটা অপ্রাসঙ্গিক। 

তবে যেহেতু এই ধরনের মানুষরা সামাজিকভাবে অনেক অবহেলার শিকার এবং বুলি হয় সেজন্যে অনেকেই চিকিৎসা নিয়ে থাকেন।


সেক্স এবং রিপ্রডাক্টিভ অ্যানাটমিতে সমস্যা হলে সার্জারী করিয়ে এবং হরমোনে সমস্যা থাকলে হরমোনের চিকিৎসার মাধ্যমে নারী বা পুরুষ ক্যাটাগরিতে নেওয়া হয়।


তবে অনেকেই এই ধরনের চিকিৎসাকে অমানবিক মনে করে এর বিরোধিতা করেন। তাদের মতে, এটা যেহেতু শারীরিক ত্রুটির মধ্যে পড়ে না সেহেতু ব্যাক্তিকে অহেতুক চিকিৎসার নামে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।

( সংক্ষিপ্ত)

Post a Comment

Previous Post Next Post