Dhaka to CUET - Traveling Guide

CUET, stands for Chattogram University of Engineering and Technology is one of the oldest and popular engineering universities of Bangladesh. However, being situated in a remote area of Chittagong people find it quite difficult to go to CUET. In this article we will provide a brief guide on how you can travel from Dhaka to CUET without any hassle and easily. 

ঢাকা থেকে গুচ্ছ CKRUET পরীক্ষার জন্য চুয়েট কিভাবে যেতে হবে ?
(Route for visiting CUET from Dhaka/How to go to CUET from Dhaka?)

How to go to CUET from Dhaka

প্রথমত চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরাসরি ট্রেন নাই, ঐটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে!


ঢাকা থেকে কাপ্তাইয়ের বাস আছে সরাসরি, শ্যামলী আর সৌদিয়া খুব সম্ভব আসে।

কাপ্তাইয়ের টিকেট নিলে সরাসরি চুয়েট গেটে নামতে পারবেন।

আর নয়তো ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন বাস বা ট্রেনে।


বাসে আসলেঃ

জিইসি মোড়ে নামবেন, জিইসি মোড় থেকে সরাসরি সিএনজি করে কাপ্তাই রাস্তার মাথা, ভাড়া নিবে ১৫০-১৮০ টাকা।

অথবা ১০ নাম্বার বাসে উঠতে পারেন, বা মেট্রো প্রভাতী (সিটিং সার্ভিস)।

কাপ্তাই রাস্তার মাথা নামবেন।

সেখানে নেমে লোকাল সিএনজি। দুই রকমের লোকাল সিএনজি আছে একটা নোয়াপাড়া আরেকটা পাহাড়তলী যায়।

আপনি পাহাড়তলীর গুলোতে উঠবেন, চুয়েট যাবেন বললেই হবে। রেগুলার ভাড়া ৩০, তবে আজকাল বেড়েছে আর ভর্তি পরীক্ষার দিন এমনেও ৪০ নিতে পারে।


ট্রেনে আসলেঃ

স্টেশনে নেমে সামান্য একটু হাঁটলেই নিউ মার্কেট, নিউ মার্কেট মোড় থেকে সিএনজি নিয়ে কাপ্তাই রাস্তার মাথা বা ১ নাম্বার বাসে করে কাপ্তাই রাস্তার মাথা, এরপর বাকিটা সেম।

إرسال تعليق

أحدث أقدم