Get access to Other ISP FTP of Bangladesh || Proxifier || High speed download

 

প্রক্সিফায়ার ব্যবহারের সুবিধা-


✪যে আইএসপির প্রক্সি ব্যাবহার করবেন,সেই আইএসপির এফটিপি এক্সেস করতে পারবেন
✪তাদের ক্যাচ করা সার্ভারে হাইস্পিড পাবেন [Like-Steam]


নোটঃকেউ টরেন্ট ক্লায়েন্টের জন্য প্রক্সিফায়ার ব্যবহার করবেন না

তাহলে চলুন প্রক্সিতে আগুন লাগিয়ে আসি

এখান থেকে প্রক্সিফায়ার এপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।এক্টিভেশন কোড চাইলে- EYZWG-PWC5P-25J2K-ET7RX-BYR54
এপ্লিকেশনটি চালু করে ফাইলের পাশে প্রক্সিফায়ার এ ক্লিক করে প্রক্সি সার্ভার অপশনটি সিলেক্ট করুন



এখানে এড অপশনে ক্লিক করুন



এখন আমাদের প্রক্সি এবং পোর্ট এর দরকার



প্রক্সি এবং পোর্ট এর জন্য এই সাইটে যান এবং কান্ট্রি ফিল্টারে Bangladesh এবং প্রোটোকল SOCKS4 সিলেক্ট করে রিফ্রেশ করুন।এখানে বাংলাদেশের জনপ্রিয় আইএসপির প্রক্সি এবং ডিটেইলস শো করবে


এখান থেকে একটা প্রক্সি এবং পোর্ট কপি করে নিন  [প্রক্সি কলামে থাকা সংখ্যা গুলোর মধ্যে কোলনের বা পাশ প্রক্সি এবং ডান পাশ পোর্ট]


কপি করা প্রক্সি প্রক্সি সার্ভারের এড্রেস অংশে পেস্ট করে দিন।স্ক্রিনশটের মতো অপশন ২টা সিলেক্ট করে ওকে করে দিন। >Yes>OK


আবার প্রক্সিফায়ার অপশন থেকে Proxification Rules সিলেক্ট করুন।



এখানে শুধুমাত্র Default এ আপনার দেয়া প্রক্সিটা সিলেক্টেড আছে কিনা দেখবেন,সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দিন আর অন্যগুলা ডিরেক্ট সিলেক্ট থাকবে।



এবার ওকে করে দিন এবং আপনার ব্রাউজার রিস্টার্ট করে ব্রাউজিং করুন আনলিমিটেড।

إرسال تعليق

أحدث أقدم